দয়াময় স্বভাবে দাও হে আশ্রয় । অভাবেতে কত রবো ভবজ্বালা নাহি সয় । আমি করি তুমি করো, তোমাতে এই নির্ভর করিতে নারে অন্তর, তাহে করি ভয় । বিশ্বে তব এক ছবি, আঁধারে উজল রবি ছায়া কায়া আমিত্বতা, পূর্ণ জ্ঞানে করো লয় ।।