মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৫৭

বায়ুকোণে মেঘ সেজেছে, ছুটিলো তুফান ।
নদীর জলে ঢেউ খেলিছে, সামাল তরীখান ।
গুর গুর গুর গুর দাপে, দূর দূর দূর দূর কাঁপে
হর হর বম বম রবে, তর তর জাগে প্রাণ ।
সুর সুর সুর সুর ধ্বনি, হুর হুর মার মার শুনি
সপ সপ সপ সপ পানি, ধপ ধপ ধপ ধপ তান ।
ডাকে মা মা মা মা বাবা, যেন শিশুর মতন হাবা
মনোমোহন কয় পাবা, থাকলে এমন টান ।।