মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪১৮

আধারে ডুবিলো রবি রে মন, মানুষ ছবি ।
এসো একবার বসে ভাবি, সবারই আরাধ্য ধনে ।
কাল রাত্রি কাল জায়া, আধার রুপিনী মায়া
শিব যোগে পেয়ে কায়া, ছায়া দান করে ভুবনে ।
অপ্রেমের কার্য্য যত, প্রেম রাজ্যে সদাব্রত
সামীপ্য যোগে সতত, দিতেছে শান্তি জীবনে ।
সাধনে সাধ্য রতন, মানসে আছে গোপন
গুরু রুপে হেরো সদা, নয়নে হৃদয়াসনে ।
যে শক্তি অবলম্বনে, ব্রহ্মও আছে বিমানে
ঘোরে রবি চন্দ্র তারা, উজলে বিশ্ব কিরণে ।
সর্বশক্তি সব হাতে, মধ্যবিন্দু হৃদয়েতে
অভিছে সর্বস্ব যোগ, তা হতে নিয়ত ধ্যানে ।।