মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৪৯

কে তুমি কি কাজ করতে, এসেছো এই মর্ত্যভূমে ।
দেখ নাকি বাজে কাজে, দিন কেটে যায় বেহুশ ঘুমে ।।
ঘুমের ঘোরে দেখে স্বপন, সদায় তুমি ভুলছো আপন
বিপনীতে বাজার করে, হিসাবে তোর মূলধন কমে ।
আগে চিন আপনারে, তারপরে যেও বাজারে
নইলে পড়বে বিষম ফেরে, বিদেশীর সমাগমে ।
রাখিতে সে কুলমান, হারায়েছো তত্বজ্ঞান
দিকবিদিক ভাবনা শূণ্য, মাতিয়া খেলার ধূমে ।
আপনা মঙ্গল খোজ, বারেক তলায়ে বোঝ
নেশার ঝোকে খেলা ছেড়ে, মজরে দয়াল নামে ।।