মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৬৩

শক্তিকেন্দ্রে আছে মানুষ, নিরবধি করে খেলা ।
ভাব সমষ্টি মানবের মন, দোল খেলাইছে সারা বেলা ।
আমিত্বে হেলায়ে গা, ত্রিভঙ্গে রেখেছে পা
তারে নারে, তানা নানা তা ধিন ধিন ধিন বাজে তালা ।
সে রহস্যে পড়ে ধরা, জীব সমষ্টি সবে মরা
মনোমোহন ভেবে সারা, চাবি বদ্ধ যায় না খোলা ।।