মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২১৫

দীনবন্ধু হে, দীনের পানে ফিরে চেতে যদি তব দুঃখ হয় ।
ভক্তের বাঞ্ছিত নাম, ছাড় তবে দয়াময় ।
অকূল পাথারে হইয়ে পতন, দীনহীনে চায় চরণে শরণ
তোমার তাতে দেখি নিত্য নিত্য হেলা, একি খেলা রসময় ।
তোমার যাতে হয় নিত্য রসবোধ, তাতে হয়না মম চিত্তেরই প্রবোধ
কিসে হবে বল ঋণ পরিশোধ, আত্মবোধ এ সময় ।
তোমারই ইচ্ছা পূরণ করিতে, এত দুঃখ আমার হয়েছে সহিতে
অভাব মোচন কার্যের পূরণ, করে দেহ পদাশ্রয় ।।