জগত জননী জাগো, জাগো মাগো দয়া করে ।
কোলের ছেলে আকুল হয়ে, কাঁদে গো মা ধূলায় পড়ে ।
খেলতে দিয়ে দিলে ঘুম, দেখে খেলার ধূমাধূম,
ভয় পেয়ে এসেছি ধেয়ে, কোলে যাবো খেলা ছেড়ে ।
ডেকে ডেকে হলেম অধীর, শুনলেনা হয়ে বধির,
এমন মায়ের উচিত নয় যে, সন্তান প্রসন করে ।
বুঝেনা যে পুত্রের ব্যাথা, মা হওয়া তার নয়গো কথা,
জোড়া দিলি পুণার মাথা, বেঁধেছিলো সে তোরে ।
রামপ্রসাদের বাঁধলি বেড়া, আমি কি তোর কেউ নই তারা,
মনোমোহন তোর দুষ্ট ছোড়া, ঠিক করে দে লাথি মেরে ।।