মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৭৫

কি আর চাহিবো নাথ, তোমারে ছাড়ি
জীবনের আশা তুমি, তৃষিতের পয়-বারি ।
এই কর বিশ্বপতি, তোমাতেই থাকে মতি
বাঁধা রহে মনপ্রাণ, চরণে তুহারি ।
তব রুপ ভাবনায়, জগত ভুলিয়া যাই
মহাপ্রেমে ডুবে থাকি, দিবস শর্বরী ।।