অহং প্রতিমা ওঁ তৎ সৎ, ব্রহ্মরুপ জয় দয়াময় ।
পূর্ণ কলেবর পরম ঈশ্বর, সর্বশক্তিধর সোহং পরিচয় ।
মৃত সঞ্জীবন অপূর্ব মিলন, শুভ্র জ্যোতি ঘন কালী কৃষ্ণময় ।
বিশ্বে অবতার যবনিকা পার, পঞ্চ প্রেমাধার হরি প্রেমময় ।
অকলঙ্ক শশী সত্য তত্ব মসী, তোমাকে পরশি কৃতার্থ হৃদয় ।
সুন্দর মানব অতুল বিভব, শিব অভিনব বিলাস বিলয় ।
প্রেমের মূরতি প্রেমময়ী সতী, যুগল জায়াপতি সদয় নিদয় ।।