মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১২২

পুরাণ কথা জাগায়ে দে রে, নূতন হয়ে উঠুক ভেসে ।
শ্যামা আমার আহলাদিনী, নাচুক এসে হেসে হেসে ।
প্রাণ ভরা এক মা ডাক দিয়ে, তোল মারে জাগাইয়ে,
মা তোমারে কোলে লয়ে, ঘুম পাতায়ে আছেন বসে ।
থাকিয়ে ভাবির ভাবে, টেনে আন স্ব স্ব ভাবে,
কি করিবে আর অভাবে, অভাব নাইরে সেই দেশে,
দয়াময় নামের গুণে, ভালবাসা বিতরণে,
লাগিলো ক্ষিতি বিমানে, চন্দ্র সূর্য দুই হাসে ।
কহিছে মনোমোহন, প্রেমেতে হলে মগন
পুরাণ কথা হয় নূতন, আলোকে আঁধার নাশে ।।