আজব দুনিয়া ভাই বড় তামাশা
এই দেখি, এই নাই হয়ে যায় সকল ভরসা ।
আসমানে বানায়ে ঘর তার ভিতরে বাসা
যার লাগিয়ে খেটে মরো, সেই কর্মনাশা ।
ভুলাইতে কামিনীর মন দিছো ভালোবাসা
আসবে শমন, বাঁধবে যখন, বুঝবি মেয়ের নেশা ।
একদিন যে তোর লইতে হবে গাঙ্গের কূলে বাসা
হরদমে জাগাইয়ো দিলে, আর হবেনা আসা ।
দীন হীন মনোমোহন কয়, করিয়ে খোলাসা
দুই চক্ষু বুজিয়া গেলে, সম্পর্ক নাই রতিমাসা ।।