যে নিশা লেগেছে আমার, নিশা যেন না ছুটে ।
পলকে পলকে যেমন তারে মনে ওঠে ।
গাঁজার নেশা মদের নেশা
তাতে হইনাই হারা দিশা
ভাবের নেশায় পাগল হলেম, দিশা নাইকো মোটে ।
যে নেশা লেগেছে চোখে
স্বপন দেখি নেশার ঝোকে
মায়ের কোলের শিশু যেমন, চমকে চমকে ওঠে ।
নেশায় করে মেশামিশি
জাতি কূলমান গেছে ভাসি
ধর্মাধর্ম দুটা গেছে, ঐ যে নেশার চোটে ।
ঝুলনি কাথা করঙ্গ সার
নেশাতে হলো আমার
ঘৃণা লজ্জা ভয় ইত্যাদি বিকায়েছি হাটে ।
শোনো বলি মন নেশাখোর
দেখতো নেশার কত জোর
হলে নেশায় ভোর ভোর, অন্ধকারে চন্দ্র ফোটে ।
মনোমোহন ছেড়োনা নেশা
সার করো ভাই কান্দা হাসা
কম পড়বেনা রতিমাষা, মায়ার বেড়ি যাবে কেটে ।।