মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৮৩

যাবি যদি মন ফকীর হাটা ।
মুর্শীদাবাদ গিয়ে তবে পরওয়ানা লও মোহর আটা ।
ধরিয়ে পীরের কদম, খেজমতে করো নরম
যতক্ষণ থাকে দম, ভুলোনা সেই ঐ কথাটা ।
ইমান করে বসে থাক, সবুর পরহেজ রাখ
হুজুরী দিলেতে ডাক, শক্ত করে বুকের পাটা ।
সেই হাটের দোকানী যারা, জেতা নয় কেউ সবাই মরা
মরতে পারলে দিবে ধরা, জেতা মরা শক্ত লেঠা ।
লইয়ে কলঙ্কের ডালি, সইতে পারলে গালাগালি
পুড়তে পুড়তে হলে ছালি, ধূলা বালির খেয়ে ইটা ।
সার করিয়ে জঙ্গলা ঝোপ, দিল দরিয়ায় মারলে ডুব
মনোমোহন কয় ছাড়লে লোভ, কিঞ্চিত পাওয়া যায় ফকীরির বাটা ।।