মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২১৮

তোমায় না হলে একেবারে ভালো লাগেনা যে মন আমার ।
তাই সে আমি বারে বারে ফিরে মুখ পানে চাই তোমার ।
ধন মান যশ খ্যাতি, কি ছার মিছার সাধন সিদ্ধি
না হলে তোমাতে প্রীতি, দেখি যত ইতি অন্ধকার ।
কর্মে দিয়ে অনাসক্তি, শ্রীপদে দাও শুদ্ধা ভক্তি
করে আমার চিত্তশুদ্ধি, চিত্তে করো নিত্য বিহার ।
দেখে তোমার প্রেমমুখ, পাশরে যাই সকল দুঃখ
প্রাণের ভিতর তাই জাগুক, তুমি আমার আমি তোমার ।।