আনন্দ নন্দিনী, যোগেশ বন্দিনী
মহেশ জননী রমণী অধীরা ।
মোহিনী কামিনী, স্বরুপা যামিনী
সদা অভিমানী, দামিনী সাকারা ।
দানব দলনী, মানব রঞ্জিনী
রক্ষা বিধায়িনী, আহলাদিনা স্বাধীনা ।
কি নব রঙ্গিনী, কৃষ্ণ কমলিনী
বিশ্ব বিদ্রাবিনী জননী প্রধানা ।
হর গো ত্রিতাপ, নাশো অপলাপ
স্বভাবে অভাব কখনো করোনা ।
জীবন সাধন পূর্ণ এইক্ষণ
জন্মের মত সম্পন্ন কর মা ।।