প্রাণ দিয়ে যে ভালবাসে, প্রাণে তারে দেখতে চায় । প্রাণের কথা প্রাণে প্রাণে, দাগ লাগায়ে নিতে চায় । যেজন দিছে প্রাণ, তারে দিয়ে প্রাণ প্রাণের তানে প্রেমেরই গান, চুপি চুপি গেতে চায় ।।