হরণ করো মনের যোগ ওহে দয়াময় ।
বিষয়ে আছে ব্যাকুল, শ্রেয় কার্যে হও সদয় ।।
রসাভাব ঘরে ঘরে, কান্তি পুষ্টি নাই সংসারে
গুপ্ত রাজ্যে প্রেম বিচরে, কে করে তার নির্ণয় ।
ভূতে ভূতে নাহি ঐক্য, একে অপরের ভক্ষ্য
কে শুনে কাহার বাক্য, সখ্য ভাব নাহি রয় ।
লীলার সে অসদ্ভাব, হেরিয়ে গেলো স্বভাব
সতত আছে অভাব, পূর্ণ করো এ হৃদয় ।।