মরি মরি আমি থাকতে আমায় ধরা আর হলোনা ভেবে মরি ।
আমি আমার চিন্তা করে, হারাইলেম কাজের গুড়ি ।
আমি বা কে আমার বা কে, চিনলামনা তা নেশার ঝোকে
মায়ার চাকে ঘোর বিপাকে, কলুর বলদ যেন ঘুরি ।
ছিলেম বা কই, এলেম বা কই, যাবো বা কই, ভাবি তা কই
যার কেহ নাই হয়ে তারই, ভূতের বেগার খেটে মরি ।
থাকতে আমি আমার আমার, যায়না তো এই তুচ্ছ বিকার
ঘটায় কেবল একেতে আর, এদিক সেদিক দুইদিক ধরি ।
কি করে মনোমোহন, মন হলোনা মনের মতন
কর্মসূত্রে আছে বন্ধন, শক্ত বড় কাটতে নারি ।।