প্রভু তোমার কয়টি নাম পেয়েছি সুন্দর ।
যারে শুনলে পরে সুশীতল হয় তাপিত অন্তর ।
তুমি অভাবের ভাব, ভাবীর স্বভাব
অন্ধকারে সুধাকর ।
তুমি জীবন সফল, দরিদ্রের বল
মহাপাপীর পাপ হর ।
তুমি ভবতারণ, আদি কারণ
পতিতপাবন পরাৎপর ।
তুমি দয়ার নিধি, প্রেম জলধি
শান্তি সুধা সরোবর ।
তুমি হৃদয় রঞ্জন, বিপদ ভঞ্জন
শ্বেত বরণ কলেবর ।
তুমি সদয় নিদয়, আনন্দময়
হও দয়াময় নাম ধর ।
তোমার নামে আছি জীবন ধরি ।
দীন ভিখারী যাচে বর ।
নামে পূর্ণ করো মন, মনোমোহন
মজে থাকুক নিরন্তর ।।