হুজুরেতে আরজি দিয়ে, ভাঙ্গা ঘরে আছি বসে ।
করে উকিল খাড়া, যেমন ধারা, খাড়ার ভয়ে কাপি ত্রাসে ।
সওয়াল জবাব হচ্ছে দিন দিন, শোধ হইলোনা পুলিশের ঋণ
কি করি অতি কঠিন, দীনহীন কি দিয়া তোষে ।
কেবল সত্য কথার জন্য, সাক্ষী চাই তার অগ্রগণ্য
স্বীকার আমি পূণ্য শূণ্য, পাপে ভরা হারা দিশে ।
হাকিম তুমি অন্তর্যামী, জানো কি করতেছি আমি
করে দেখি সালতামামি, আপনি মরি আপন দোষে ।
উকিল কিন্তু জেরা করে, পতিত পাতকী তরে
তোমার দয়াল নামের জোরে, গোল মিটে যায় আপোষে ।
মনোমোহন দিশেহারা, কল্লে কি তায় হবে জেরা
অহঙ্কারে মাতোয়ারা, আপন হারা অবিশ্বাসে ।।