মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৭৪

গুরু কল্পতরু মূলে
আশ্রয় নিয়ে বসে থাক, ওমন আমার কুতূহলে ।
গুরু নিত্য গুরু সত্য, গুরু হয় পরম তত্ত্ব,
শ্রীপদে মজয়ে চিত্ত, ভাব নিত্য প্রাণ খুলে ।
মায়াতে মানুষদেহ, করোনা কোনো সন্দেহ,
গুরুকৃপা বিনে কেহ, পায়না মুক্তি কোন কালে ।
জীবনের মধ্যবিন্দু, হৃদাকাশে গুরু ইন্দু,
পার হইতে ভবসিন্ধু, বন্ধু নাই আর ভূমণ্ডলে ।
যা দেখো ব্রহ্মাণ্ডময়, গুরু ভিন্ন আর কেহ নয়,
হলে গুরু পরিচয়, আঁধারে আলোক জ্বলে ।
মনোমোহন আত্মহারা, অহঙ্কারে মাতোয়ারা,
গুরুপদ সেবা করা, হলোনা তারি কপালে ।।