তোর ছেলে মা তুই সামলে রাখ ।
দুষ্ট ছোড়া বেড়ায় পাড়া, একটুখানি পেলে ফাঁক ।
নাহি বুঝে হিতাহিত, হিতে ঘটায় বিপরীত,
বিহিত করা হয় উচিত, সময় মতে দিতে ডাক ।
কত কিছু ভাঙ্গে গড়ে, যার তার সনে কোন্দল করে,
ডাক না শুনে মেরে ধরে, শক্ত করে বেধে রাখ ।
মায়ার আদর ভালো নয়, পুত্র যদি মূর্খ হয়,
মা বাপেরে মন্দ কয়, নিবে কি মা মন্দের ভাগ ।
মনোমোহন অবাধ্য ছেলে, বাধ্য করে নে মা কোলে,
কি জানি হয় তা না হইলে, নইলে কাছে কাছে থাক ।।