কার কে, কে কার, যে যার, সে তার । তার পরে আর, যার যার তার তার । কে করে পাপ কেবা পুণ্য, আমি কি তুমি ভিন্ন এক আত্মা নাহি অন্য, মিজায় শূণ্য নামে তার । ত্রিগুণে ত্রিগুণা করে, লীলা নিত্য লীলা করে আমি আমার কে কয় কারে, ভাবিলে ঘুচে আঁধার ।।