মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৭৭

আদম খোদা মইত কহজি ।
নূরছে আদম বানায়া, একদম জুদা নেহি ।
আল্লা আছে আলেপে, সাবুদ করো কালেবে
ধ্যানে দিদার ধুন্দে ফকীর, দইরাপ্ত কর দিলমেজি ।
ধরবে যদি মাশুকে, ডুরী লাগাও আশেকে
হলে দিল দেওয়ানা ফানা ফিল্লা, রাজি হবে আল্লাজি ।
তিন তিন রোয়ে যিন পায়া, হাসি খেলনা মিলে পিয়া
মনোমোহন কয় দিলদরিয়া, সিচলে পাবি সাঁই দরদি ।।