মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৬৫

মন মজরে ভজন মাধুরীতে ।
নিয়ত রমণ কর হরিপদ যোনিতে ।
কালী কৃষ্ণ শিবযোগ, প্রস্ফূটিত যোনিমুখ,
ব্রহ্মানন্দ রস তাহে, পাবে মৈথুনেতে ।
জ্ঞান প্রেম কুচগিরী, দৃঢ় আলিঙ্গন করি,
পিয়রে অধর সুধা, সাধুজন মুখেতে ।।