জয় সত্যং শিব সুন্দর, রুপ মনোহর
বিশ্বজন বন্দন দয়াময় বিশ্বেশ্বর
অরুপ রুপ জাতি
শুভ্র জ্যোতি
নাশি তমঃ রাশি, ঘোর নিবিড় আঁধার ।
প্রকাশিলো পূর্ণ কান্তি, কোটি শশী দিবাকর ।
যত মানুষ মানুষী
হয়ে খুশী
চির বিকশিত প্রফুল্ল কুসুম রসে
হরষে মজিলো, ঘুচিলো মরণ দুর্ণিবার ।।