আড়াল থেকে চুপি দিয়ে, কি জানি কি কয়ে যায় ।
আঁখিতে আঁখি না রাখিলে, শুধু ফাঁকিতে ঘুরায় ।
আঁখিতে না দিলে আঁখি, ধরা যায়না প্রাণপাখি
বিনাসূতে না বাঁধিলে, তারে বাঁধন বড় দায় ।
নয়নে হানিয়ে বান, কেড়ে লও পুতুলের প্রাণ
প্রাণ দিয়ে প্রাণ নিয়ে সই, প্রেমের খেলা খেলি আয় ।
ভক্তি ছাড়া মনোমোহন, দিতে নারে পায়না তার মন
অরণ্যে যেন রোদন, তেমনি দশা বুঝা যায় ।।