সিদ্ধযোগ দান করো হরি দয়াময় নামে ।
দাও হে অমৃত সাধন পহুছিতে ব্রহ্মধামে ।
করি বিষয় ভাবনা, পেতেছি বহু যাতনা
দূর করো এ লাঞ্ছনা, ভুলায়ে রেখোনা কামে ।
অভ্রান্ত সাগর তুমি, পথভ্রান্ত পান্থ আমি
বিপদে নিওনা কভু, দক্ষিণে কি বামে ।
প্রতিপলে অনুক্ষণে, ঠিক রেখো দিগদর্শন
তা হলে মনোমোহন যেতে পারে ব্রহ্মধামে ।।