মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৯৫

বসিয়াছি তব দ্বারে, কোথাও যাবোনা ফিরে ।
ভালো মন্দ যাহা দাও, নিবো অবনত শিরে ।
বিশ্ব রাজ্যে তুমি রাজা, আমি দীনহীন প্রজা
পড়ে আছি এক কোণে, একখানা কুড়ে ঘরে ।
একচ্ছত্র অধিকার, সংসারে শুধু তোমার
লঙ্ঘিবারে সাধ্য কার, তব আজ্ঞা জোর করে ।
যখন যা ঘটে, সাধ্য কি যে যাবো কেটে
তাই বসেছি অকপটে, রিক্ত হস্তে তব দ্বারে ।
করাও যদি করবো হেসে, না করাও তো রবো বসে
উপবাসী রাখলে রবো, দিলে খাবো পেট ভরে
মনোমোহন কয় তবেই হবে, গুরু যদি কৃপা করে ।।