দিনের দিন কি এমনি যাবে
আমি ভেবে মরি তাই, আমার উপায় কি হবে ।
তোমারই আজ্ঞায় আসিয়ে ধরায়
বলো নাথ হয়, বিড়ম্বিত কেন তবে ।
আশায় আশায় মরি পিপাসায়
বৃথা ভাবনায় আছি সদাই ডুবে ।
খেলে মিছা খেলা, কেটে যায় বেলা
তব নামের মালা, গলে দেবো কবে ।
ছেড়ে গণ্ডগোল, হয়ে উতরোল
হরি হরি বোল বলবে বদন কবে ।
হয়ে আত্মহারা, বেয়ে চোখের তারা
পড়বে অশ্রুধারা, আপনার নিজ ভাবে ।।