মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২৮৬

হৃদিপদ্মে প্রাণভ্রমরা
পিয়ো মধু মনসুখে, মুখে বলো রা রা রা ।
ভক্তি বারির পড়ে ছিটে, রাধা পদ্ম উঠলো ফুটে
আয় মধুকর আয়না ছুটে, সৌরভ লুটে নেও ত্বরা ।।
মলয় হাওয়া ধীরে ধীরে
পাপড়ি দোলায় প্রেমভরে
ডাকে তোমায় নয়ন ঠেরে, মৃদূ হাসি রসে ভরা ।।
মধুর লোভে পুষ্পের ধারে
বেড়াও নাকি ঘুরে ফিরে
আমার ভক্তি পুষ্প আদর করে, ডাকে তোমায় দাও ধরা ।।
চাইনা স্বর্গ চতুর্বর্গ, তুমি আমার উপসর্গ
ভোগ করো হে তোমার ভাগ্য, আমি হই জীয়ন্তে মরা ।।
চারি ছয় দশ বারো, ষোড়শ দ্বিদল আরো
আছে পদ্ম মনোহর, মৃণাল তন্তুতে জোড়া ।।
ভ্রমণ করে ফুলে ফুলে, পিয়ো মধু কুতূহলে
তারপরে সহস্রদলে, পিয়োরে অমৃতধারা ।।
জীবনান্ত সন্ধ্যাকালে, মহাপদ্ম মুদিত হলে
তুমি বদ্ধ থেকো সেই ফুলে, মনোমোহনের মনচোরা ।।