মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৬২

দুর্বল হৃদয় দিয়া কেমনে ডাকিবো তোরে ।
তবে যদি শুনতে পারো, না থাকিলে বেশী দূরে ।
থাকলে পরে প্রাণ জড়ায়ে, ডাকলে পরে প্রাণ ভরিয়ে
শোনো যদি শুনতে পারো ক্ষীণ কণ্ঠের ভাঙ্গা স্বরে ।
হৃদয় আড়ালে বসি, থাকো যদি প্রাণ শশী
তবে হয়তো শুনতে পাবে করাঘাত হৃদিদ্বারে ।
নীরব সে ডাক শুনিয়ে, দাও যদি হে দ্বার খুলিয়ে
তবে হয়তো দেখতে পাবো, থাকতে পাবো চরণ ধরে ।।