হরি বলে বাহু তুলে নেচে আয় ।
পতিত পাবন গৌর হরি, রাখবে তোরে রাঙ্গা পায় ।
গৌর নাচে নিতাই নাচে, শ্রীবাস আঙ্গিনার মাঝে
জগা মাধা দুভাই নাচে, নেচে নেচে প্রেম বিলায় ।
প্রেমে মত্ত হয়ে গৌরা, মুখে বলে রা রা, রা রা
দুনয়নে বহে ধারা, ধারায় অঙ্গ ভেসে যায় ।
আনন্দে দুই বাহু তুলে, জয় রাধা শ্রীরাধা বলে
ক্ষণে হাসে ক্ষণে কান্দে, ধূলায় গড়াগড়ি যায় ।
মনোমোহন কয় নামের কাছে, এ জগতে কি ধন আছে
নামে রুচি যার হইয়াছে, দূরে গেছে শমন দায় ।।