মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২২৪

কর্মযোগে থাকে যদি, একদিন তবে পাবি দেখা ।
আকাশপানে চোখের কোণে, ঠিক রাখিস তুই আলোক রেখা ।
হাসে রবি হাসে শশী, সে আলোকে মিশামিশি
দিগদিগন্ত পরকাশি, হাসির ছবি দেখতে বাঁকা ।
সরল প্রাণে তারি পানে, চেয়ে থাক রাত্রি দিনে
নাই কিছু আর সে ধন বিনে, লতায় পাতায় নামটি লেখা ।
লেখা দেখে শিক্ষা করে, দীক্ষা লয়ে ধর তারে
মনোমোহন কয় ভিক্ষা দেরে, প্রাণের মানুষ পয়সা টাকা ।।