ডুব দিয়োনা ভেসে থাকো, হাসি রাশি প্রাণের মাঝে ।
হাসি বড় ভালবাসি, তাই এসেছি তোমার কাছে ।
পরমাত্মা পূর্ণশশী, ফুটাও তুমি ফুটুক হাসি
সত্যসিন্ধু অবিনাশী, অমানিশি পলাক লাজে ।
আনন্দে আনন্দময়, আনন্দ কর উদয়
হাসির তোড়া জয় দয়াময়, তোমার লাগি মন ছুটেছে ।
প্রাণের মানুষ প্রাণপাখি, তোমায় দেখতে পাগল আঁখি
দেখা তুমি দিবে নাকি, লেখার ক দিন বাকী আছে ।
মনোমোহনের মনপ্রাণে, তোমারে ধরিয়ে টানে
আয় না মানুষ প্রাণে প্রাণে, প্রাণ মিশায়ে থাকি মজে ।।