ঐ শোন বাজে বাঁশি, যমুনা পুলিনে ।
নিঝুম রেতে কান পাতিয়ে, তাকাইয়ে তারি পানে ।
থাকিয়ে তাকে তাকে, ধর মন মন চোরাকে ।
ফাঁদ পাতিয়ে ফাঁকে ফাঁকে, ফাঁক দিলে আর পাবিনে ।।
বাঁশিতে হয়ে উদাসী, লাগায়ে দাও প্রেমের ফাঁসি
অধর চাঁদ আপনি আসি, হাসি দিবে প্রাণের কোণে ।
সে হাসিতে ভাবে বসি, দেখতে পাবে কালশশী
দু করে ধরিয়ে বাঁশি, বাজাইছে রাত্র দিনে ।
দেখলে কৃষ্ণ দেখবে রাধা, রাধা তার অঙ্গেরই আধা,
স্মরণ কর তত্বকথা, কৃষ্ণ কি হয় রাধা বিনে ।
যুগল দেখে পাগল হয়ে, মন আমার থাক মজিয়ে
কাজ কি অন্য স্বভাব দিয়ে, স্বভাব ধর ভাবের টানে ।
যোগেতে করি সংযোগ, যোগে জাগি ভাব যোগ
মনোমোহন হয় বিমুখ, কেবল তার স্বভাবের গুণে ।।