মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১১২

যার যা ইচ্ছা বলুক তোমায়, আমার কেবল মা বলা ।
ব্রহ্মময়ী মা তুমি মা, ব্রহ্মাণ্ড ভাবের গোলা ।
যন্ত্র মন্ত্র তন্ত্র নিয়ে, বসে থাকুক তারা গিয়ে,
শ্রীপদে সব সমর্পিয়ে, আমি চাই শিশুর খেলা ।
বেদ শাস্ত্র অধ্যয়নে, জপ তপ হোম ধ্যানে
চাইনা তোমার আকর্ষণে, পাইতে সিদ্ধির ঝোলা ।
শ্মশানে কি শবাসনে, মন্ত্র জপি রাত্র দিনে,
কাজ কিগো মা তোর কারণে, করুক অন্যে সেই গুলা ।
আমি কেবল ভাবাভাবে, তোমারে লয়ে স্বভাবে,
থাকতে চাই মা শিশুর ভাবে, কান্দতে চাই সারা বেলা ।
মা যদি মা হয়ে থাকো, রুপেতে প্রাণ ভরে রাখো,
ডাক দিয়ে মা শিখাও ডাক, খুলে দে ত্রিবেণীর তালা ।
মনো ডাকো মা মা বলে, দোষ নাই শিশুর কোনো কালে,
কোলের ছেলে নে মা কোলে, নইলে তার ভাঙ্গলো গলা ।।