মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩১২

মা তুমি গো সুরধুনী পতিত পাবনী সরলে ।
উজান ভাটি বহে স্রোত, নিয়ত স্নেহ সলিলে ।
শৈবাল রাশির মত, ভেসে যায় অবিরত
শক্তিহীন এ দেহতরী, তোমারই শ্রোতবলে
সাধ্য কি বল মা সতী, বিপরীতে করি গতি
ঢেউ লাগিয়ে উঠছি ভেসে, আশা আর যাবোনা তলে ।
পরশিয়ে তরণীর, হয়েছে শুদ্ধ শরীর
পশিতে নূতন রাজ্যে লাগাইয়া দাও মা কূলে ।।