আমি আর কিছু জানি না । জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা ।। নাহি জানি তন্ত্রমন্ত্র আসন কিম্বা কোনো যন্ত্র আমারই ভাব স্বতন্ত্র, অন্ত্রে অন্ত্রে ভাবনা । পঞ্চাশত বর্ণ তব শব্দ ব্রহ্ম স্ব স্বরুপ তাই ভেবে নিজ স্বভাবে, করি তব সাধনা ।।