হৃদি মাঝে আছে তব জাগ্রত প্রেমের ছবি ।
বহুরুপে করে লীলা কিরণ বিতরে রবি ।
শিব কৃষ্ণ কালী ভাবে, প্রকাশে নিজ স্বভাবে
তারি মাঝে খেলা করে, বর্তমান ভূত ভাবী ।
নাহি তার কালাকাল, কালেতে যোগ মিশাল
বিনাশ রহিত ভাবে, মধ্য বিন্দু আছে ডুবি ।
লীলাতে ভাসিছে নিত্য, জাগাইতে মূঢ় চিত্ত
আগুলিল পথ আসি, মায়াতে সব কল্প দেবী ।
বিলাসে প্রকাশি মর্ম, শুদ্ধযোগে এলো কর্ম
রহিত হইলো অধর্ম, ধর্মরাজ্য প্রাণে শোভি ।।