শুভদিন হইলো উদয়
সবে মিলি গাও আজি, জয় জয় দয়াময় ।
অখিল ব্রহ্মাণ্ড পতি, দেখরে দেখ সম্প্রতি
অবতীর্ণ ধরাধামে, করে ধরি বরাভয় ।
প্রেমের প্রতিমাখানি, প্রেমময়ী মা জননী
একাসনে সিংহাসনে, সঙ্গে নিয়ে প্রেমময় ।
দেখরে জগতে আঁখি, অনিমেষে মিশে থাকি
রাজ রাজ্যেশ্বর আজি, হইলেন দয়াময় ।।