মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১১১

কে তুমি ভয়ঙ্করী রুপে, এসো না আমার কাছে
শিশু তোমার ভয় পাবে মা, দেখা দে মা মায়ের সাজে ।।
বীরভাবে ভাবে যারা, তাদের কাছে যেয়ে তারা,
মুণ্ডমালা অসিধরা, হয়ে বেড়াও নেচে নেচে ।
আমি যখন মা মা বলে, ডাক দিবো মা মনে হলে,
মা যেমন মা শিশু ছেলে, কোলে নিতে এসে কাছে
আগু হয়ে কোলে লয়, মুখপানে চেয়ে রয়,
হাত বুলায়ে কত কয়, চেপে ধরে বুকের মাঝে ।
সুমধুর সে স্নেহ ভাষে, কান্দা মুখে শিশু হাসে,
স্তন্যপানে অবশেষে যত অবসাদ ঘুচে ।
সে রুপেতে মা তোমায়, মনোমোহনের মন চায়,
কৃপা কি হইবে তায়, উদয় হবে হৃদয় মাঝে ।
যে ভাবে তুই জগন্মাতা, সে ভাবে শোন দুঃখের কথা,
রামপ্রসাদের এই কথা, কু মাতা নাই জগত মাঝে ।।