মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ১৭৭

সকলের কি জাগে, যার জাগে তার জাগে ।
দু চার জনার জাগে, যার ভাগ্যে থাকে জাগে ।
মনচোরা শ্যামের বেশে, তার কাছে সে দাড়ায় এসে
যে তাহারে ভালবাসে, সরল প্রাণে তারে ডাকে ।
গাভী যেমন বৎসের তাকে, উর্দ্ধমুখে চেয়ে থাকে
তৃণমুখে হুহু ডাকে, সে কি তারে ছেড়ে থাকে ।
ভোগী ভোগে রোগী রোগে, ভুলে থাকে আপনাকে
অনুরাগীর অনুরাগে, যোগীজনার হৃদে জাগে ।
ডাকতে জানলে ডাকে জাগে, ভাবতে জানলে ভাবে জাগে
জ্ঞানীজনার জ্ঞানে জাগে, ভক্তের যদি ভক্তি থাকে ।
জাগাইতে জানলে জাগে, কারোও বা জাগায়ে জাগে
কারো পাছে কারো আগে, যার যেমন ভাগ্যে থাকে ।
যে যা ভাবে তার তাই জাগে, অনুরাগীর চিত্তে জাগে
নিত্যধন অনুরাগে, জাগরণ তার যার যার যোগে ।
আপনা হতে কখন জাগে, যখনে তার সময় লাগে
মনোমোহন কয় আগে জাগে, ডেকে জাগায় সে আমাকে ।।