না দিলে প্রেম সোহাগা, কেলে সোনা গলবে কীসে ।
বলেছে জহুরী যারা, আর কিছুতে গলেনা সে ।
ব্যাভিচার করে ত্যাগ, জ্বাল অগ্নি অনুরাগ
নিস্কাম ভকতি বলে, বিরহ দীর্ঘ শ্বাসে ।
সে আগুনে দিয়ে হোম, দাওরে কণিকা প্রেম
দেখবে সে যে আপনা হতে, তরল হয়ে আসে ।
ভেবোনা কঠিন বলে, ভেড়ার শৃঙ্গে হীরা গলে
তত্বজ্ঞান শিখিয়ে দেখ, আলোকে আঁধার নাশে ।।