মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৫০

ধীর গম্ভীর মনে, ব্রহ্মনাম গাওরে ।
সকলে সমপ্রাণে, চরণ পানে ধাও রে ।
এ জীবন মন, করো সমর্পন, সকলই তারে দাও রে
দিতে পরিত্রাণ, করুণা নিধান
সম্মুখে দাড়ায়ে রয়েছে এই চাও রে ।
এই শুভ দিনে, নীরব কখনও, থেকোনা থেকোনা
সকলে মিলে আও রে ।।