মানুষ হয়ে মানুষ লয়ে করগে যা মানুষ লীলা ।
ধরবি যদি সেই মানুষে, খুলে দে মানসের তালা ।
মানুষে মানুষ আছে, ধরগে মানুষ মানসের কাছে
মানুষে মানুষ পেয়েছে, বৃন্দাবনে ব্রজবালা ।
পাইলে মানুষের সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ
সাক্ষী আছে শ্রী গৌরাঙ্গ, কৈলাসেতে পাগল ভোলা ।
আছে সাই মানসে বসে, মানুষে মানুষে মিশে
করলে খেলা পাবি দিশে, ঘুচিবে ত্রিতাপ জ্বালা ।
মনোমোহন দিশেহারা, হলোনা তার মানুষ ধরা
আপ্তাবদ্দীন দিচ্ছে সারা, যোগ দিতেছে যোগের চেলা ।।