হাত পা উদরে একদিন লাগলো ঘোর দ্বন্দ ।
যত সব কুড়ে মানুষ শুনে খুব আনন্দ ।
পদে কয় কি অপরাধে, ঘুরবো আমি দিনে রেতে
আহার তুলে দিবে হাতে, তাতে কয় মন্দ ।
উদর কেবল বসে বসে, পূর্ণ হবে নানা রসে
তা বলে দুজনা শেষে, কাজ করে বন্ধ ।
খাদ্যাভাবে দিনের দিন, হস্ত পদ হইলো ক্ষীণ
ভাবনা অতি কঠিন, লাগিলো বিষম সন্দ ।
ভেবে দেখে একে আরে, কেহ কারে নাহি ছাড়ে
সকলে সকলের তরে, প্রয়োজনে আছে বন্ধ ।
মনোমোহন ভাবিয়া কয়, কেহ কারো পর নয়
সকলি সকলের হয়, দেখেনা যে অন্ধ ।।