জানিলাম আজ মনের আশা হইবে পূরণ কল্পনাতে স্বর্গরাজ্য করিবে গো বিচরণ । সিদ্ধিদাতা শুদ্ধ শান্তি, শিব সত্য শুদ্র কান্তি নিবারিতে যম ভয় করিবেন আগমন । সিদ্ধ হবে ভালবাসা, কূপ জলে পেয়ে বাসা থাকিতে হবেনা আর, অচিরে যোগ মিলন ।।