মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ২১২

যত সব কানার হাট বাজার ।
বেদ বিধি শাস্ত্র কানা, আর এক কানা মন আমার ।
পণ্ডিত কানা অহঙ্কারে, সাধু কানা অবিচারে
কানায় কানায় যুক্তি করে, যেতে চায়রে ভবপার ।
কেউবা হয়ে দিনে কানা, পরের দোষে দিচ্ছে হানা
রাতকানা কেউ শুয়ে শুয়ে, ঘুমের ঘোরে দেয় বাহার ।
কানায় কয় কানারে কানা, আমার পথে চলে আয় না
আচ্ছা মরি বাবুয়ানা, তোর পথে কি আছে সার ।
কানায় কানায় ঠেলাঠেলি, বেশ করতেছে গালাগালি
মনোমোহন কেন কানা হইলি, অন্ধ হয়ে থাক এবার ।
আন্ধার খেলা ধান্ধার মেলা, বোবায় খাইছে রসগোল্লা
আন্ধা ধান্দা বোবা কানা, মজা লুটে নিছে তার ।।