মহর্ষি মনোমোহন দত্ত রচিত গান নং ৩৩৯

স্বার্থত্যাগ মহামন্ত্রে, আমারে করায়ে দীক্ষা
সত্য সরলতা আর বিশ্বপ্রেম দেহ শিক্ষা ।
লীলা কুতূহলে চিত, গাহে যেন তব গীত
বিনীত শান্ত ভাবে, না করে প্রতীক্ষা ।
জীব ভাবে অহরহঃ, ভুলায়না যে মায়া মোহ
দিতে না হয় যেন কোনো পরীক্ষা ।
করিয়ে অরি দমন, কর মোরে সংশোধন
ভবনে কিংবা বন স্বজনে, বিজনে কর রক্ষা
থাক হৃদে জেগে থাক, রুপে প্রাণ ভরে রাখ
তুমিই উদ্দেশ্য থাক এই চাহি ভিক্ষা ।
প্রেম পূণ্য পবিত্রতা, করুণা দয়া মিত্রতা
সঙ্গের সম্বল দেহ, সম দম তিতিক্ষা ।।